সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
১৯৯৫ সালে অত্র এলাকার নারী শিক্ষার উন্নয়নকল্পে মরহুম অধ্যাপক মোকসেদ আলী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে কলেজটি প্রতিষ্টা করেন। কলেজটির অবস্থান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা থেকে সামন্য পশ্চিমে ঢাকা- রাজশাহী মহাসড়কের পাদ্ব-দেশে একটি মনোরম পরিবেশে অবস্থিত।